নিয়ে দাদু লাঠি
করে হাঁটাহাঁটি।


সাথে নেই কেউ,
চলে দেখি তেউ।


কথা বলে কম,
বুকে আছে দম।


গায়ে জামা সেই
দাড়িগোঁফ নেই।


সাদা তার চুল
করে শুধু ভুল।


দাঁত নেই গালে,
ভাত খায় থালে।


উঠে শুধু ছাদে,
দিনে রাতে কাঁদে।


চোখে দেখি জল,
গায়ে কম বল!


রচনাকাল
২৮ শে জুলাই ২০১৯