কিচিরমিচির ডাকছে খেচর
সবুজ গাছের ডালে,
ফুলের বনেই উড়ছে ভোমর
দুলছে বায়ুর তালে।


সোনার ফসলে ভরেছে জমিন
হাসছে কৃষক মুখে,
বনের গাছের শাখায় কোকিল
ডাকছে মনের সুখে।


সবুজ-ঘাসের কায়ায় এখন
দিনের আলোর ছোঁয়া,
ফলপাকান্ত গাছের লতায়
জমিনে দেখছি কোয়া।


কাজের ফাঁকেই গাছের ছায়ায়
অনেক কিষাণ বসে,
অতীত কথন বলছে নিজেই
স্মৃতির ভুবন চষে।


কলমিশাকের তরুণ-ডগায়
পড়ছে অনেক পোকা,
গাঁয়ের মাঠেই সারা দিনমান
কাটায় রাখাল খোকা।


রচনাকাল
২০/২/১৯