ছন্দরীতি : শ্রুত্যাক্ষরবৃত্ত


ঘুম না আসা আঁধার রাতে
জেগে থাকি রোজ,
তোমার স্মৃতি বুকের মাঝে
করি আমি খোঁজ।


একলা কাঁদি আঁধার ঘরে
খাটের উপর শুয়ে,
চোখের জলে আমার দেহ
যায় যে শুধু ধুয়ে।


মনে মনে তোমার কথা
বলি আমি কত?
বুকের ভেতর তখন আমার
ব্যথা শত শত!


দুটি চোখে চেয়ে দেখি
শুধু তোমার ছবি,
কাগজ-কলম হাতে নিয়ে
হঠাৎ আমি কবি!


তোমার মুখের কথা গুলো
আছে আমার মনে,
সুখের আশায় জীবন আমার
এখন দুখের বনে।


রচনাকাল
৬/২/১৯