দোষী না হয়েও আজ আমি সবার কাছে ধর্ষিতা!
কলঙ্কের দাগ জীবন জুড়ে!
চোখের জলে আর্তনাদে হাহাকার!
দুখের জীবন ক্লেশময় ও ক্লান্তিকর!
শোক কাতরে, লোকের কথায় আমি
যেন এক ভিন্ন মানুষ।


একই আকাশ তলে ভূমির বুকে ছিল আমার বাস।


সেই ভূমিতে বসবাস করা,
হিংস্র মানুষের কারণে আজ আমার এই উপাধি   যে আমি ধর্ষিতা!
এটা আমার কাম্য ছিল না-
তবুও সবাই আমাকে বলবে যে আমি ধর্ষিতা! কী ছিল আমার অপরাধ?


রচনাকাল
৬ -১০- ২০
রাত ১০: ৫৫ মিনিটে - সোমবার