স্বরবৃত্ত ছন্দঃ ৪+৪+৪+১=১৩


কোথায় আছো কোন কাননে
পাইনা কোনো খোঁজ?
ঘুমের মাঝে স্বপ্ন দেখি
দিনে খুঁজি রোজ।


বুকের মাঝে তোমার জন্য
কাঁদে আমার মন,
পলাশ-রাঙা দুটি চোখে
অশ্রু সারাক্ষণ।


হাঁটি-হাঁটি দুটি পায়ে
চলি কতো পথ,
যতন করে তুলে রাখা
তোমার নাকের নথ।


হঠাৎ যখন দেখি আমি
হারিয়ে ফেলি হুঁশ!
ক্লান্ত দেহে বুকের মাঝে
প্রাণে বাজে ঠুস।


ফিরে আসি জ্ঞানে যখন
দেখি তুমি নাই,
স্মৃতির দুয়ার খুলে শুধু,
কষ্ট আমি পাই।


১১/১/১৮
রচনাকাল