ছন্দরীতি:- মাত্রাবৃত্ত


ভাবি আমার অনেক ভালো
মিষ্টি কথা কয়,
দিবস-রাতে স্বামীর বাড়ি
আপন মনে রয়।


সময় হলে রান্না করে
রান্না ঘরে গিয়ে,
হাতের কাছে অনেক কিছু
বসেন ভাবি নিয়ে।


চুলার মুখে শুকনো খড়ি
দিচ্ছে থেমে থেমে,
অগ্নিতাপে ভাবির দেহ
যাচ্ছে শুধু ঘেমে।


ভাবি যখন আঁচল দিয়ে
মোছে গায়ের ঘাম,
মুগ্ধ হয়ে শাশুড়ি করে
বধূমাতার নাম।


সত্য কথা বলে সবাই
মিথ্যা করে ক্ষয়,
কুলবধূরি নিয়ম মেনে
পতির ঘরে রয়।


রচনাকাল
১১-৪-২০
সময় রাত ১১ টা