ছন্দরীতিঃ মাত্রাক্ষরিক


নামটি মিথিয়া
হবে না দ্বিতীয়া।


কম কম নড়ে
ওঠে আর পড়ে!


ঠোঁট মেলে হাসে
মন সুখে ভাসে।


হনু ভরা দাঁত
নিজে খায় ভাত।


মাথা ভরা চুল
কানে নেই দুল।


পায়ে নেই জুতা
হাতে দেয় গুঁতা।


ভালে কালো টিপ
ছুঁতে চায় দীপ।


রাতে পড়ে ঘুম
তম ঢাকা রুম।


রচনাকাল
১৫-৪-২১
বৃহস্পতিবার রাত ১০:৩৫ মিনিটে