এই নীরব রজনী আজ;
তারকাহীন আকাশ ধরা বুকে তরু,
গাঁয়ের মাঠে শিয়াল ডাকে শুধু
থির আছে পাখি-
পোকারা মাটির বুকে চারিপাশে অবিরত হাঁকে;
চাঁদের কিরণ নেই  জগত মাঝেই দেখি তম-ঢাকা মাঠ;
ফুলের গাছেতে ফোটে ফুল
সুবাস ছড়ায় জগে নিশিজলে ভেজা মাটি ;
ঘুমিয়ে গাছের পাতা বাতাস-বিহীন আজ জনপথে চলে গাড়ি, মানি অবিরল,
আরামে থাকে মানুষ ঘুমের দেশে নীরবে স্বপন কানন মাঝে
করে শুধু বিচরণ জানি।