ভাষার জন্য জীবন দিলো
মোর বাঙালি ভাই,
রাষ্ট্র ভাষা বাংলা ভাষা
জয় হলো যে তাই।


রাজপথের সেই রক্তের দাগ
কেমন করে ভুলি,
ফেব্রুয়ারি এলেই আমরা
জোরে আওয়াজ তুলি।


ভাষার-দাবি করতে আদায়
জীবন দিলো যারা,
সম্মান করি সালাম দিয়ে
বুদ্ধিজীবী তাঁরা।


তাজা রক্তের বিনিময়ে
পেলাম স্বাধীনতা,
শহিদ মিনার হয়ে আছে
জীবন স্মৃতির খাতা।


সকালবেলা খালি পায়ে
শহিদ মিনার চলি,
ফুলের তোড়া হাতে নিয়ে
অমর একুশ বলি।