দুঃখ আমার জীবন খেলায়
মরছি এখন পুড়ে,
তোমার আশায় সুখের পরশ
ভাবছি জীবন জুড়ে।
দুখের আগুন বুকের ভেতর
বিরহজ্বালায় মরি।।


কাঁদছি এখন চোখের জলেই
মরছি দুখের সনে,
"তোমার কথায় পীড়ন আমার
পড়ছে এখন মনে"।
স্মৃতির আকাশ বিশাল কানন
"তোমার কথায় ধরি"।।


জীবন খাতায় আজকে দেখছি
বিষাদ দাগের ছায়া,
অনেক দিবস আমার নয়নে
দেখিনি তোমার কায়া।
তোমার প্রেমের বিরহ আবাস
নিজেই আপন করি,।।


একলা জীবন আঁধার আবাস
চলছি মরণ বাটে,
সুখের স্বপন দেখছি নিজেই
তোমার প্রেমের-হাটে।
দুখের সাগরে ভাসছি এখন
পাইনি সুখের তরি!।।


রচনাকাল
১-১০-২০