আমার বুকের ভেতর আছে
প্রাণ-নামের এক পাখি,
অবিরত বয়ে চলে  
দেয়না কোন ফাঁকি।


আপন মনে বসে বুকে
করে কত খেলা,
সারাটি দিন যায় যে কেটে
নাই রে অবহেলা।


দেহের ভিতর আছে বাঁধা
চারিপাশে ঘেরা,
সকল কাজের জন্য সে তো
হয়ে আছে সেরা।


বুকের মাঝে বসত-বাড়ি
বাজে বারে-বার,
দিবারাত্র দেয় যে পাড়ি
নেই বিরতি তার।


বেঁচে থেকে অনুভবে
পথটি অনেক দূর,
দমের শেষে প্রাণপাখিটি
যাবে অচিনপুর।