গাছের ডালে পাখি ডাকে
বসে আপন মনে,
প্রজাপতি পাখা মেলে
ওড়ে ফুলের বনে।


দখিন হাওয়া বহে শুধু
গাছে নড়ে পাতা,
হালকা রোদে গাঁয়ের মাঠে
দাদুর হাতে ছাতা।


শেওলাগুলো নদীর জলে
ভেসে ভেসে চলে,
অধর নেড়ে হলুদ পাখি
মিষ্টি কথা বলে।


বেলাশেষে সন্ধ্যা হলে
রাখাল ফেরে বাড়ি,
দিনের আলো যায় যে নিভে
ধরার বুকটি ছাড়ি।


সাঁঝের বেলা সন্ধ্যাতারা
আকাশে দেয় উঁকি,
চাঁদটি দেখে আমোদ করে
মায়ের কোলে খুকি।


রচনাকাল - ৬-৯-১৮