উৎসর্গঃ তানজিদ শুভ্র সাহিত্য সম্পাকদ "দৈনিক আলোকিত সকাল"।


নতুন ধানের চাউল গুঁড়ো
নিয়ে ঘরের বধূ
চিতই পিঠা তৈরি করে
সঙ্গে দিয়ে মধু।  


আরো গড়ে তারা পিঠা
সাথে সবজিকুলি,
খেজুর গুড়ের পাকানপিঠা
মজা করে তুলি।


তেজপাতা আর গোলাপ ফুল
সাথে পায়েস ঝুড়ি,
নকশি যুক্ত শামুক পিঠা
আরো আছে নুড়ি।


নৌকা মালাই সেমাই গজা
আরো আছে কলা,
শিমফুল আর পুলিপিঠা
সাথে চিংড়ির গলা।


পাকড়া ডিমের বেণি মসলা
দুধে ভেজা চিতই,
তেলে ভাজা কাঁটাপিঠা
চাউল গুঁড়ার ঐ মই।


রচনাকাল
২৯-১১-২০


নিচে: দৈনিক আলোকিত সকাল পত্রিকার লিংক


https://www.alokitosakal.com/%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%b6%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%a0%e0%a6%be-%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%83-%e0%a6%b6%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%a6/