ছন্দরীতিঃ- স্বরবৃত্ত


বৃষ্টি পড়ে দিনেরাতে,
জনে জনে ছাতা হাতে,
জনপথে হেঁটে চলে
দেখি আমি চেয়ে।


ক্ষেতের কাজে ব্যস্ত চাষি,
মায়ের কোলে খুকির হাসি,
অবিরত বৃষ্টির ফোঁটা
পড়ে ধেয়ে ধেয়ে।


নীরব পাখি গাছের ডালে,
পোকা ওড়ে তালে তালে,
ব্যাঙে ডাকে ঘ্যাঙর ঘ্যাঙর
শুনি নদী,খালে।


জলের বুকে মাছ যে ভাসে,
তাইনা দেখে জেলে হাসে,
ঝাঁকে ঝাঁকে পড়ছে যে মাছ
জেলে ভাইয়ের জালে।


মেঠো পথে অনেক কাদা,
হাঁটতে গেলে পড়ে দাদা,
কাদামাটি গায়ে মেখে
বাড়ি ফিরে আসে।


দূর আকাশে চোখটি রেখে,
কালো বরণ মেঘটি দেখে,
নিজেই নিজেই খানিক দাদা
মুচকি মুচকি হাসে।


রচনাকাল
৩১-৭-২১