নাম তার সোহাগী,
মনে মনে রাগী।


অল্প অল্প নড়ে,
কোলে উঠে চড়ে।


ঠোঁট নেড়ে হাসে,
সবার কাছে আসে।

দাঁত নেই গালে,
দাঁড়ায় পায়ের বলে।


মাথায় কালো চুল,
  কানে নেই দুল।


পায়ে নেই জুতা,
সোহেল তার পিতা।


--------০-----


৫/৮/১৭
রচনাকাল
হাজরাকাটি, বেগমপুর, মনিরামপুর, যশোর।