ছন্দরীতি:- স্বরবৃত্ত


চাঁদ উঠেছে নীল আকাশে
সন্ধ্যা আসার আগে,
জোছনা আলো ঝরে পড়ে
জগৎ কূলের বাগে।


গাছে বসে ডাকে পাখি
তুলে জোর আওয়াজ,
ঘুমিয়ে আছে গাছে পাতা
নীরব হয়ে আজ।


প্রজাপতি ডানা মেলে
ওড়ে বহুদূর,
কোকিল বসে আপন মনে
তোলে গানের সুর।


দূর আকাশে বকের সারি
দিয়ে  যায় যে ডাক,
আঁধার ঢাকা চারিপাশে
কোথাও নেই তো ফাঁক।


অবুঝ শিশুর কপালে আঁকা
কালো চাঁদের টিপ,
আঁধার মাঝে জ্বালি আলো
সাঁঝ-সন্ধ্যাপ্রদীপ।