বিশাল ঐ নীল আকাশে
ডুবে যায় বেলা,
গাছে গাছে পাখি ডাকে
করে কত খেলা।


আকাশ জুড়ে ভেসে চলে
সাদা মেঘের ভেলা,
জমিন পানে চেয়ে আছে
চাঁদের আলো মেলা।


ফুলে ফুলে প্রজাপতি
উড়ে করে খেলা,
বকের সারি নীড়ে ফেরে
নাইরে অবহেলা।


শিশিরের জলে ভেজা
গাছের সবুজ পাতা,
জলের উপর হাওয়ায় দোলে
কলমি ফুলের লতা।


ছায়া নামে চারিপাশে
কালো আঁধার ভরা,
আকাশ জুড়ে মেঘের বুকে
জ্বলে সন্ধ্যাতারা।


২৬/৮/১৭
রচনাকাল