ছন্দরীতিঃ- মাত্রাক্ষরিক


ভাবি আছে ভালো,
দুটি চোখে আলো।


কথা বলে কম,
বুকে আছে দম।


চুপিচুপি হাসে,
মন সুখে ভাসে।


ঠোঁটে ঠোঁট ছোঁয়া
দূরে দুখ ধোঁয়া।


পরা দেখি শাড়ি,
খুশি সারাবাড়ি।


হাতে আছে বালা,
গলে দেখি মালা।


চাবি থাকে হাতে,
কেউ নেই সাথে।


দিনেরাতে খায়,
পায়ে হেঁটে যায়।


করে কত কাজ,
ভুলে সব লাজ।


ভাবি খুব ভালো,
ঘরে জ্বালে আলো।


রচনাকাল
২৬-৩-২০
সময় রাত ১০টা ১৯ মিনিট