ছন্দরীতি:- স্বরবৃত্ত


যদি কভু ফুরিয়ে যায়
এই জীবনের আলো,
পরো-পারে গিয়ে আমি
বাসবো তোমায় ভালো।


ফুল শুকিয়ে ঝরে পড়ে
যেমন মাটির বুকে,
তেমন আমি পড়ে আছি
অচিনপুরের মুখে।


চারিদিকে ফুলের বাগান
লাগে যে খুব ভালো,
একা একা নই তো আমি
আছে নুরের আলো।


তবুও আমি তোমার কথা
বলি সারাক্ষণ,
অচিন পাখির দেশে এখন
বন্দি আমার মন!  


হয় না দেখা হয় না কথা
এখন তোমার সাথে,
তোমার মুখের হাসির ছবি
ভাসে আঁধার রাতে।


ভালোবেসে তোমায় আমি
যাইনি আজও ভুলে
চেনা হয়ে আছি আমি
তোমার প্রেমে ঝুলে।


রচনাকাল
১৮-৪-২০
সময় রাত ১০ টা ৪৪ মিনিট