লিখতে চেয়েছি নতুন কবিতা
নতুন দিনে পড়ব বলে,
স্নানসিক্ত পৃথিবী দেখব
বঞ্চনার এই শিসমহলে ।
বেঁচে থাকা, মানুষের মতো বেঁচে থাকা,
অচেনা ভাষার মত কানে বাজে অবিরত-
চেয়েছি নতুন দিন,শ্রেণী বিহীন বিশুদ্ধ সমাজ।
শেষ হোক অপরের অন্ন কেড়ে উল্লাসের
সকরুন রাত।
বুকের মাঝে শিশুর কান্নারা
থাকুক নিরাপদে।
একাকিত্বে স্বপ্নের মুক্তি কখনও কি হবে?
কোন কি প্রয়োজন ছিল এমন অসহিষ্ণু, ঘৃণা
আর অবিশ্বাস।
বিবেকের ঘরে চুরি, নেশাগ্রস্ত জীবনের জয়োল্লাস।
চেয়েছি নতুন দিন গ্লানিহীন উন্নত বাসযোগ্য "ভূমি"
সৃষ্টিতে স্বাধীনতা আসুক, কন্ঠরূদ্ধ দিবারাত্রি
মুক্তি পাক শৃঙ্খলিত "তুমি" ।