ছিন্ন বেলা নিত্য খেলা
            সকল কর্ম মাঝে
অনিত্য সুর বাজে 'একা'
           নিত্য মনের খাজে ।


মায়ার মন্ত্রে  জ্ঞানীর তন্ত্রে
           অসীমের সাধনা
তবে কেন নির্ধারিত  
           মানুষের সীমানা ?


বিশ্ব আমি বিশ্ব তুমি
          বিশ্ব সুখে দুঃখে
'না' এর মাঝে 'হ্যাঁ' এর আমি
                 হারায় অপলকে।


ছায়াবৃতা মানবরূপে
           সভ্যতার বীজবোনা
নগ্ন নির্লজ্জ অমানুষতায়
               সুন্দরের আরাধনা


একি চিহ্ন আঁকিলে তুমি
              পৃথিবীর পাঁজরে?
চেতনাহীন বর্বর লোভে
       আঘাত হানিলে সজোরে ।


পৃথিবীর খাতায় তোমার পাতায়
            পড়িয়া আছে শুধু  'শুন্য'
আগামী পৃথিবী কি দেখিয়া করিবে
                     তোমায় "ধন্য ধন্য "।