অস্তরাগ তোমার স্পর্শ সুখে
          চেয়ে আছে আমার দিকে।
বিন্দু বিন্দু জলে তুমি মহাসাগর
ক্ষুদ্র ক্ষুদ্র বালুকনায় তুমি মরু প্রান্তর।
আকাশ পথে নক্ষত্রের পদচারণা
সারা আকাশ জুড়ে ছোট বড়
                 নক্ষত্রের সংসার।
কৃষ্ণপক্ষের ক্ষতবিক্ষত উদ্বেগ অস্থিরতা
চেয়ে থাকে নীরবে আমার দিকে।
হে পথযাত্রী!
আমার সঙ্গে তোমার পরিচয় আছে কি?
আমাকে জড়াও বুকে, এত সর্বনাম,এত ফিসফাস
তুলে আন একলহমায়।
অশ্বথ আলোয় তোমার দুচোখে
নিস্বার্থ দায়বদ্ধতায় , আমি কি আছি?
আমি তো আছি সম্পর্কের নেশায়
আমি তো আছি ভালোবাসার নেশায়
আমি তো আছি বন্ধূত্বের নেশায়
তবুও আমি খুঁজে পাইনা নিজেকে!
একাকীত্বেই, গভীর আনন্দে মাঝ নদী
থেকে বার বার ফিরে আসা-
তখন ও কি তুমি ছিলে আমার ই সাথে?
সব চৌকাঠ ডিঙিয়ে
ঐ এলো মেলো নক্ষত্রের সংসার?