আশাহীন স্বাধীনতার মাঝে
            জীবনের সংগ্রাম
আজ ও কেন রইলো অধরা
              মানবতার দাম।


তুমি তো বলেছিলে 'রক্ত দাও'
          স্বাধীনতা পাবে তবে
আর কত রক্ত ঝরলে
           মানবতা স্বাধীন হবে।


স্বাধীনতা র প্রদীপ জ্বালিয়ে
              হলে তুমি অন্তর্ধান
প্রদীপের নীচে কালো আঁধারে
       স্বাধীনতা আজ ম্রিয়মান।


ক্ষমতা দখলের স্বাধীনতার কাছে
                   মানবিকতার হার
চারিদিকে শুধু পেশী আস্ফালন
            ভাষনের জয় জয়কার।


গণতন্ত্রের নাট্য সভায়
                চলে মাদারীর খেল
মানবিকতা কালা পানিতে
      আর স্বাধীনতার সেলুলার জেল।।