=====================@@@@
ঝি-ঝি কালো আঁধারে
তমস্বিনী ঘোরে
পাশে নিভু প্রদীপের আলো।
এমনি এক সময়ে এলাম
চক্রসম ধরণী পদতলে,
ঠায় শুয়ে অনেকক্ষণ
নিরিবিচ্ছিন্ন একাকী।
কানে কানে বলে দিল 'কে'
দুহাতে ধরিস শক্ত করে
আলগা বাঁশের খুটি
আর মানুষের ছোটাছুটি।।
@@@@=====================