সূর্য ডুবছে একাকী,
সন্ধ্যা নামছে একাকী,
দিগন্তের দিকে তাকিয়ে চলে যাচ্ছে
একটা মানুষ, একাকী;
সে স্থাণু,স্থিত, ক্লান্ত
এক পাল গৃহ পালিত পশুর সাথে
সেও আজ গৃহপালিত
সে চলে যাচ্ছে অন্ধকার আস্তাবলের দিকে
একা শুধু একা-
তোমার কোন সুরক্ষিত আশ্রয় নেই,
তোমার স্বপ্নের দরজায় টোকা দেয়
অসংখ্য সরীসৃপ।
কেবল দৃশ্যর পর দৃশ্য সাজিয়ে তৈরী হয়
জীবনের কেলিডোস্কোপ।
জুম লেন্সে আয়েশ করে দেখে অগন্তি
শকুনের চোখ।
হঠাৎ কানে কানে বলে যায় কেউ-
  অমৃত না পারো
প্রসারিত হাতে
সমুদ্রে তুলে দিও ;
এক ফোঁটা এক ফোঁটা করে ঝরে পরে,
সেই সমুদ্রে র জল।
নিশ্চত আশ্রয় থেকে ডেকে উঠে
"একটি মোরগ"
"কাক" ডাকে কা কা ক্রাক-
তৈরী হয় আর একটা নতুন দিন, নতুন চালচিত্র।।