গণ মানুষ না মানুষ গণ, বিপ্লব, মানবতা
অস্তাচলের সূর্য কিরনে সমাজের আকুলতা।


জ্বলে ওঠে নিভে যায় বিক্ষোভ,সব ধাঁধার
গণনা হীন ভিড়ে সঞ্চারিত ,চারিদিক শুধু আঁধার।


সার্থকতা কাকে বলে, পৃথিবী ভাবছে একা বসে
অর্থবিহীন ক্রমপরিনতি জীবন পরে খসে।


ধূসর দেয়ালে সবুজ শ্যাওলায় কমলা রঙের আলো
ঝিমানো রক্তে জাগুক পিপাসা,ওহে জ্বালো!
                                     রক্ত মশাল জ্বালো।
প্রাচীন কথারা উঠেছে আবার নীরবে একাকী
অর্থবিহীন অর্থনীতি তে সমাজের হবে কি?


স্বর্গ গামী সিঁড়ি, সেকি রক্ত নদীর মত?
বুকের পাঁজরে নতুন দ্বীপ তাতে অব্ক্ষয়ের ক্ষত।


আলোর ভেলায় উঠবে জেগে অবহেলিত, অবহেলা
অসংখ্য বিপ্লব দেখাবে পথ, শুরু হোক নতুন করে চলা।।