অনিত্য সংসার কেউ কারো নয়
               নয়তো কেউ আপন
আপনার মাঝে আপনাকে খুঁজে
                  সুখের নিশি যাপন।


সহায় সম্পদ বল
             সকলি হারাবে তল
আয়ু যেন  শৈবালের নীর।


আসিবে সে প্রান সখা
         নীরবে নিভৃতে একা
কানে কানে বলিবে  আসি
            নিজভূমে তুমি পরবাসী।


চল মোর সাথে নিজ নিকেতনে
      থাকিবে সেথায় কত না যতনে
মায়া আর কায়া মহাকাশ ছোঁবে
        গন্ধ-বিধুর ধুপ, শুধু জেগে রবে....


(আমার পিতৃদেব আজ চলে গেলেন নিজ নিকেতনে।
মাত্র বারো দিনের ব্যবধানে হারালাম বাবা এবং মা  দুজনকেই ।মনে হচ্ছে প্রবল বৃষ্টির মাঝে উড়ে গেল মাথা বাঁচানোর একমাত্র ছাতাটি, শুধু ভিজে যাচ্ছি
ভিজে যাচ্ছি,.....)