ধূসর পান্ডুলিপি নির্জনতা ছোবে,
        বৃষ্টির ফোঁটারা পথ ভূলে গেছে বলে।
                          প্যারাফিনের লন্ঠন জ্বলবে,
                                  নির্বাসনের আস্তাবলে।


মহীনের ঘোড়াগুলি ঘাস হীন মরুপ্রান্তরে।
              অবিশ্বাসী মরালেরা একাকী যায় ফিরে।
কবিতার কস্তুরী মৃগনাভী খুজে অন্তরে।
          জোৎস্নায় শরীর ধুয়ে পংক্তিরা ফিরে নীড়ে।


                তিমির বিলাসী মন
                তিমির বিনাশি হয়না
                শূন্য ওভার ব্রীজে
             বৈপরীত্য কে কেউ ছোয়না।


অনুষঙ্গ রাত হাতে রেখে হাত
                অতিক্রম করে অন্ধকার।
দিশাহীন জোনাকি মায়াবী আলোয়
                খুঁজে ফিরে তার অধিকার।।