ঐ দেখা যায় হিজল গাছ
বট,পাকুড়ের সারি,
কাঁঠাল চাঁপা র গন্ধ ছিল
নাম ছিল তার "বাড়ী" ।
ধুধু মাঠে আল ধরে
ছুঁটে চলে যাওয়া,
তারি পাশে বাঁশের ঘর
খড় দিয়ে ছাওয়া।
গরুর গাড়ি শস্যে ভরে
যেত গঞ্জের হাটে।
ফিরত চাষী লাঙল সাথে
সূর্য গেলে পাটে।
ঘুঙুর পায়ে নাচতো বাতাস
পাকা ধানের শীষে,
দোয়েল,কোয়েল,ফিঙে,শালিক
নিয়ে তার সাথে।
সন্ধ্যা কালে প্রতি ঘরে
হোত কত গান।
সেই গানে ছিল এক
মায়াময় টান।
কত যে খেলা ছিল
পুকুরের স্নানে।
মেঠো পথ ভরা ছিল
বকুলের ঘ্রানে।
আজ এখানে লেগেছে,
শহরের ছোঁয়া
বড় বড় ফ্ল্যাট বাড়ী
আর কালো ধোঁয়া।
ভাল করে যায় না আজ
নীলাকাশ দেখা,
উড়ে না শালিক,চড়াই
মেলে দিয়ে পাখা ।