তুই, কে আমার?
নাকি কেউ নোস্
অথচ তোর কথা ভেবে কেটে যায়
সেকেন্ড, মিনিট, ঘন্টা।
জানি, তুই আমার কথা ভাবিস ও না,
কিন্ত তোর ভাবনায় মিশে যেতে ইচ্ছে করে নিঃশব্দে।
চাই আমার না বলা কথা গুলো,
তোর কথার সাথে মিশে চুপ কথা হয়ে থাক চিরকাল।
তুই, কে আমার--
তোর যখন মন খারাপ হয় তখন,
সমস্ত বিষন্নতা গ্রাস করে আমায়।
জানি, আমি তোর কেউ না---
তোর সকালের হোয়াটস আ্যপের একটা স্মাইলি
কিংবা রাতের গুডনাইট, তোকে আমার কাছে
এনে দেয় তুই জানতে ও পারিস না।
তবুও জানি তুই আমার নোস্।
তুই আমার নোস্ বলেই ,
তোর হাসিতে আমি খুঁজি আশ্রয়।
তুই আমার নোস্ বলেই ,
তোর চোখের জলে ভিজে যাই নিরন্তর।।
জানি, তুই আমার অপেক্ষা করিস না কোনদিন।
কিন্ত পৃথিবীর আদি থেকে অন্ত, জন্ম থেকে জন্মান্তর
আমি করে যাই শুধু তোর ই অপেক্ষা----
তুই, কে আমার?
নাকি কেউ নোস
না "সব কিছু"।।