।। আজ ঝড় উঠেছিলো ।।


  । পিয়ালী চ্যাটার্জী ।


আজ ঝড় উঠেছিলো!
হাওয়ার সাথে উড়ছিলো খড়কুটো
চোখের কোনে ধুলোর রাশি মুঠো,
ঝরা পাতার ঘুর্ণি ঘুরে ঘুরে
ঝড়ের সাথে যাচ্ছিল সব উড়ে।


মনে হল বৃষ্টি নামবে জোরে,
 ভাসবে শহর প্রবল জলের তোরে,
মেঘেরা সব সেজেও ছিলো ভালো,
চমক্ ছিলো বিদ্যুৎ এর ওই আলো,


এমন সময় সবাই এলোমেলো,
হাওয়ার গতি হয়তো বেশী ছিলো!
মেঘেরা সব এদিকওদিক ভেসে,
ঝড়ের তাগিদ ভুলেই গেল শেষে!


কালবোশেখি আজ যে কবে হবে!
বৃদ্ধ হয়ে ধুঁকছো শৈশবে!
ঝড় যদি হয় দেখাও বাহুর বল,
ভাসুক শহর,জমুক কোমর জল।।