।। Alzheimer's ।।


 মাঝেমাঝে মনেহয় চিন্তারা নিক ছুটি
গদ্য আর পদ্যরাও সাথে,
ছেঁড়া খাতা আর কলম নিয়ে হাতে
এমনি বসে থাকি গুটিসুটি
চিন্তাদের দেই লম্বা একটা ছুটি।


কি যেন এক কঠিন অসুখ হয়!
Alzheimer's বৈজ্ঞানিক নাম!
মস্তিষ্কের কোষ জীবন্মৃত,
জীবন যেন মুখবন্ধ খাম।
কিন্তু ভেবে দেখো..
অসুখটা মন্দ নয় কিছু
বেশ চিন্তাহারা দিন,
ভুলে যাওয়া নামধাম।
কেউ ধরবেনা পিছু
ভূত ভবিষ্যৎ।
বন্ধ মনের দরজাকবাট
ভাবনা মতামত।
কে জানে কেমন থাকে মন
চিন্তাহীন সারাক্ষণ!
শূন্য? নাকি তারও থেকে বেশী!
জীবনের রেশারেশি
যেন এক লহমায় শেষ,
প্রাণ আছে মন নেই
অদ্ভুত বেঁচে থাকার আবেশ।


তাই যখন ভাবি মনে
মাঝেমাঝে চিন্তা ছাড়া বাঁচি
কিন্তু কঠিন সে বাঁচার লড়াই।
যুদ্ধ করে বেকার চিন্তা সরাই!
তাই,চিন্তারা আজ থাকুক কাছাকাছি,
থাকুক গদ্যপদ্য অতীত ভবিষ্যৎ
থাকুক পুরোন প্রেম,বুকের গভীর ক্ষত।
থাকুক জীবনের অপরিহার্য কঠিন ভ্রুকুটি,
থাকুক মনের জটিলতা
ভুলে যেতে চাওয়া কিছু ভুলত্রুটি।
চিন্তা নিয়েই যেন কাটে জীবনের শেষ ছুটি।।


। পিয়ালী চ্যাটার্জী।


(১০/১০/২০১৭)