।। বোনফোঁটা।।


কন্যারা যে সব পারে।


নিজের জন্য অবিরত
বাঁচা মরার রোজ লড়াই,
ভাইয়ের জন্য ফোঁটা কাটি
দুয়ার আগলে যম সরাই।
দেখ,কত শক্তি রাখি,
ভক্তি রাখি, বিশ্বাসও,
বুকের মধ্যে আগলে রাখি
পিতামাতার নিঃশ্বাসও।
ষাট ষষ্ঠীর হাওয়া বুলাই
সন্তানদের মঙ্গলে,
বাঁচুক তারা নিরাপদে
জীবনমরণ কোন্দলে।
কারোয়া চৌথের উপোষ রাখি
দীর্ঘায়ু আজ হোক স্বামী,
তবু আজও বলবে সবাই
কন্যাভ্রূণই কম দামী!


কদিন নাহয় বেঁচেই দেখো
মা বোনেরা ব্রাত্য হোক,
ব্রাত্য স্ত্রীও, আর হবেনা
কন্যা হওয়ার ভ্রান্ত শোক।
আমরা একাই বাঁচতে পারি
লড়তে পারি দুর্যোগে,
কেউ দিলোনা বোনফোঁটা
মরিনি তো সেই শোকে!


কন্যারা যে সব পারে।।


।। পিয়ালী চ্যাটার্জী।।


(২১/১০/২০১৭)