।। একলা চলো রে...।।


। পিয়ালী চ্যাটার্জী ।


সেদিন কুয়াশা ছিলো পথে,
ভোরের কুয়াশা মাখা শীত
আর শীতের কুয়াশামাখা ভোর।
তখনো খোলেনি দুচোখের পাতা,
তখনো কাটেনি ভোরের ঘুমের ঘোর।


উষ্ঞ হাতের ছোয়ায় ভেঙেছিল ঘুম,
রাতের অঙ্গিকার পরেছিল মনে,
তখনো ফোটেনি আলো ঘোচেনি আঁধার।
হাত রেখে হাতে যাব দুয়ে একসাথে,
পথে প্রতি বাঁকে
সাক্ষী সূর্যটাকে সঙ্গে রাখার।


কিন্তু হারালো কথা কুয়াশার ভোরে,
তখনো ভাবুক মন ছিলো ঘুম ঘোরে,
কখন হারালো হাত!
ছিড়ে গেল জুড়ে থাকা জন্মের সাথ,
জড়ালো কথা,
দূরে আরো দূরে ছোট হয়ে এল ছায়া
কুয়াশার সাথে ভেসে চলে গেলো উড়ে।


থমকে দাঁড়িয়ে আমি,একটুখানি থামি,
ডাকি বারেবারে,
হারালো সে ডাক ছোট দীঘির ধারে।
আবার চলা শুরু বিফল মনরথে..
যদি তোর ডাক শুনে কেউ না আসে..
একলা চলার পথে ।।