।।একটি হত্যার কাহিনী।।


   । পিয়ালী চ্যাটার্জী।


হত্যা হয়েগেছে কৈশোর শৈশবই
সবই এখন জলছবি ভাসা ভাসা।
শিখর ছোঁয়ার উচ্চাশা খুন করে
নাবালক প্রাণ। এই নাকি বিজ্ঞান!
শৈশবের শোকে কাঁদেনা কোনও
বালক কিশোর। সবাই বিভোর
অপ্রাপ্তির লোভে।সেই ক্ষোভে
জমা ইচ্ছেগুলো পিশাচ করে
দিচ্ছে ধুলোমাখা ডাংগুলি খেলার
হাত।অপঘাত!না,এ তো ভবিতব্য।
সভ্য!আমরা নামেই সভ্য।
যা কিছু সহজলভ্য তাতে শান্তি নেই,
ক্লান্তি নেই খুঁজে নিতে জীবনের
জটিল বাঁক।সেই সভ্যতা থাক
যেখানে বদলাতে হয় আইন!
ষোলো থেকে আঠেরো গুরুতর অপরাধে
সাবালক ফাইন!হারালো বছর তিন।
এইভাবে প্রতিদিন ছোটো হোক শৈশব।
আগুনের শিখা দাহ করুক কুশপুত্তলিকা।
সভ্য,আমরা সভ্য হয়েছি,বিজ্ঞান!
শুধু বলি গেলো নাবালক কিছু প্রাণ,
শুধু হারালো বছর তিন!
হারাচ্ছে প্রতিদিন কৈশোর শৈশব।


শুধু বদলানো আইন হয় খবরের হেডলাইন।।