।। রোদ বৃষ্টির খেলা ।।


  । পিয়ালী চ্যাটার্জী ।


বৃষ্টি এসেছিলো কাল রদ্দুরের বাড়ি,
সকালবেলায় দেখলাম জানলা দিয়ে।


রদ্দুর তার ঘুম ভেঙেছে সবে
আর পরনে হালকা হলুদ শাড়ি,oo
কাজল চোখে ছোট্টো লাল টিপ,
বৃষ্টি এসেছিলো রোদের বাড়ি।
স্নিগ্ধ সাজের আবেশ গায়ে মেখে
ভোরের পাখি ওড়াচ্ছিলে তুমি,
ডানার হাওয়া মাখছিলো সব মেঘ
তখনি বৃষ্টি এসে করছিলো দুষ্টুমি।
ভোরের কলি পাপড়ি মেলে সবে
গল্প ছড়ায় ভ্রমরগুলোর সাথে,
ভাবছিলো আজ সূর্যমুখী হবে
রেণুর খেলা সামলাতে সামলাতে।
এমনসময় বৃষ্টি এসে ঘরে
ভিজিয়ে দিলো প্রজাপতির পাখা,
রোদ্দুর তার হাল্কা এলো চুলে
টিপখানা তার বৃষ্টিজলে ঢাকা।
দুই সখিতে গল্প খুনসুটি
কথায়কথায় গড়িয়ে গেলো বেলা,
রদ্দুর না বৃষ্টি নেবে ছুটি
চললো খানেক রোদবৃষ্টির খেলা।
বুলবুলিটা নাড়ায় ভেজা ঝুটি
কুমিরডাঙ্গা খেলার বানায় দল,
রোদ্দুর তার এলো কালো চুলে
শুকায় হাওয়ায় বৃষ্টি ভেজা জল।
রামধনুও উড়িয়ে রঙিন পাখা
রোদবৃষ্টির গল্পে পাতে কান,
গাছের ডালের দোয়েল কোয়েল শালিক
সদ্য সারে বৃষ্টিজলে স্নান।
ঠিক করেছে দুই সখিতে বসে
কালকে যাবে রোদ বৃষ্টির বাড়ি,
বৃষ্টি সাজে রোদ আসবে বলে
পরনে তার হালকা সবুজ শাড়ি।।


(০১/০৭/২০১৭)