।।স্বপ্ন দেরাজ।।


।পিয়ালী চ্যাটার্জী।


দেরাজ আমার অনেক ছিলো ঘরে
এখনো মনে পরে..
সারি সারি ভারী ভারী বইয়ের মলাট দেওয়া,
সন তারিখের হিসাব রাখা,মোটা খাতায় ছবি আঁকা,
কাব্য গল্প উপন্যাষের পাঁচিল থরে থরে।
দেরাজ আমার অনেক ছিলো ঘরে।
গুছিয়ে রাখা স্বভাব ছিলো তাকের থেকে পেড়ে
বইপত্র এদিক সেদিক ধূলোর দেওয়াল ঝেড়ে,
দেরাজ আমার বিশাল ছিলো ঘরে,
রোজ খুঁজতাম
বইয়ের ভাজে সাজিয়ে রাখা স্বপ্ন নেড়েচেড়ে।
বেশতো বড় ঘরটা ছিলো আলোবাতাস ঢোকা
স্নানটা সেরে এলো চুলে বইয়ের গন্ধ সোঁকা,
একমুঠো ফুল সাজিয়ে দিতাম ধূপটা দিতাম জ্বেলে,
দেরাজ নিয়ে কাটতো বেলা সমস্ত কাজ ফেলে।


দেরাজ আমার অনেক ছিলো ঘরে,


গুছিয়ে রাখার ঘাটতি আসে
রোগশয্যা দেরাজ পাশে,
 অসাড় জটিল জ্বরে,
জমলো ধূলো থড়েথড়ে
খড়কুটো আর মলিন পাতা
উড়লো অনেক কালবোশেখের ঝড়ে,
ঘুনপোকাতে বাধলো বাসা
উই এর ঢিপি বইয়ে ঠাসা
জ্বরের ঘোরে ভাসা ভাসা এখনো মনে পড়ে..
দেরাজ আমার তখনো ছিলো ঘরে।


কবিরাজে জবাব দিলো কঠিন নাকি জ্বর!
সাড়তে হলে পশ্চিমে যাও ছাড়তে হবে ঘর,
রোগশয্যায় রয়েছি শোয়া
রেলেরগাড়ি উড়িয়ে ধোঁয়া
পশ্চিমে যাই এদিক সেদিক ঘাটশিলা দেওঘর।


নতুন হাওয়ায় জ্বর সারিয়ে
সুস্থ হয়ে পা বারিয়ে
ফিরলো শরীর ঘরে।
স্বপ্ন ছিল থাকবে দেরাজ,
থাকবে খাতা বইয়ের পাতা
যেমন ছিলো রোজ সাজানো
বাগান থড়ে থড়ে।
কিন্তু দেখি সে ঘর ফাকা!
দেরাজ আমার স্বপ্ন ঢাকা
হারিয়ে গেছে জঞ্জালেরই ভিড়ে!
শূণ্য ঘরে একলা আমি
আঁধার আলোয় চমকে থামি,
দেরাজ আমার হারিয়ে গেছে স্বপ্নে ধীরে ধীরে।
দেরাজ আমার অনেক ছিলো ঘরে
এখনো মনে পড়ে.......


১৮/০৬/২০১৭