।।উত্তর দেবেনা চোখ।।


উত্তর দেবেনা চোখ আজ তোমার কাছে,
প্রশ্নগুলো সাজিয়ে গুছিয়ে রাখতে পারো,
যেমন সাজিয়ে ছিলে বছর কুড়ি আগে
তখন প্রশ্নগুলো অবান্তর ছিলো আমার কাছে।
অবান্তর ছিলো চোখের ভাষা আরো,
কারো কারো প্রশ্ন ছিলো গভীরতা নিয়ে,
চোখের ভাষা মুখের কথায় গিয়ে
মিশবে কিনা,মিলবে কিনা প্রশ্নের উত্তর!


এমনি দ্বিধায় কেটে গেছে বছর কুড়ি,
এখন আমি অনেকটাই বুড়ি বলতে পারো,
ত্বকের থেকে নয়,মনের থেকে
কিছুটা রাখি রেখে ঢেকে যাতে ধরা না পরে
বিশেষ করে তোমার চোখে।
কি ভাবে অন্য লোকে তাতে কি যায় আসে,
এখনও তোমার পাশে মানাবে বেশ
মনে করি,প্রশ্নের শেষ হবেনা বোধহয়
এই জীবনে,দীর্ঘ থেকে দীর্ঘতর হতে থাকা
বিরামহীন প্রশ্ন দু চোখের তারায়,
আজও দেবেনা,কোনোদিন দেবেনা উত্তর।
এখনও প্রশ্ন হারায়,হারাবে বছর কুড়ি বাদেও।।


। পিয়ালী চ্যাটার্জী।


(১০/১১/২০১৭)