।।ভাবুক মন।।


। পিয়ালী চ্যাটার্জী।


ভাবনাগুলো হচ্ছে উধাও মনের থেকে
কি লিখি তাই ভাবছি আমি কবে থেকে,
ছন্দগুলো ঢুকছেনাতো কথার ফাঁকে
কাজের চাপে হারাচ্ছি রোজ ভাবনাটাকে।
বিষয় ছাপায় রোজই নতুন নিউজপেপার
দেশবিদেশে ঘটছে কঠিন ব্যাপারস্যাপার,
ভাবছি লিখি তার ই থেকে দুএকখানা
জীবন তো নয় গোলাপমোড়া সুখবিছানা,
কঠিন লড়াই বাইরে ঘরে শহর জুড়ে
রোজ ই নতুন যুদ্ধ গজায় মগজ ফুঁড়ে।
কিংবা কোনো সংসারেতে জাঁতাকলে
পিষছে কোনো বঁধূর জীবন পদতলে,
হিংসা কেবল মনের ভিতর হানাহানি,
রাজ্যজুড়ে ধর্ম জাতির টানাটানি।
ধ্বংস কোথাও হচ্ছে মূলে কন্যাভ্রূণই
নানান মতে চালাচ্ছে দেশ নানান মুনি।
এসব একটা বিষয় লেখার হতেই পারে,
কিন্তু ভাবি এমনি তো চাপ সবার ঘাড়ে
দিচ্ছে পেপার কিংবা ঘরের চৌকো টিভি
মডার্ন যুগের খুদে কিংবা ক্ষুব্ধ বিবি,
তার ই মাঝে জটিল ভাষার কাব্যকথা
চাপ বারাবে হৃদমাঝারে আজ অযথা,
তাইতো আমি প্রেম প্রকৃতির কাব্য লিখি
মডার্ন যুগে বেকার ভাবে সবাই ঠিকই,
তবু লেখার হাল্কা ভাষায় চাপটা কমে
মনের ভেতর ভালো লাগার আবেশ জমে,
সেই আবেশই ছড়াই আমি লেখার পাতায়,
ভালো লাগে,যখন দেখি...
সেই আবেশই তোমার ভাবুক চোখেরপাতায়।।


(০৬/০৮/২০১৭)