এ কোন্ আকাঙ্ক্ষা দিয়েছ তাকে !
এ কোন্ আকাঙ্ক্ষা !
দু'চোখে স্বপ্ন দেখেছে সে -
দু'হাতে আকাশ ছুঁয়েছে।
ভেবেছে সিঁড়ির মতোই -
ধাপে- ধাপে, পৌঁছে যাবে ঐ আকাশে।


কিন্তু , বোঝে'নি সে -
ঐ- যে নীল আকাশের সীমানা -
ওটা, আসলে একটা মরীচিকা।
দূর - থেকে দেখা যায় ,
কিন্তু, কাছে পৌঁছানো যায় না।


তাই , সে আবার ভেবেছে-
আবার - দু'চোখে স্বপ্ন দেখেছে সে।
চিলেকোঠার ছাদের উপরে দাঁড়িয়ে -
আকাশকে ছুঁয়েছে সে- দু'হাত বাড়িয়ে ।


তাই'তো ,ছাদের শেষ সীমানায় আবার সে -
উঠে কার্নিশে - মাথা উঁচু করে দাঁড়িয়েছে।
তখনও - সে ভাবে'নি ,
ঐ নীল সীমানা - আসলে এক শূন্যতা।
যাকে কখনও, যায়'না দু'হাতে ছোঁয়া।


তাই যখনই -আবার উঁচু হয়ে সে ,
হাত বাড়িয়েছে -ঐ আকাশে ,
দু'হাত দিয়ে -ঐ আকাশ'কে চেয়েছে ছুঁতে ।
তখনই আর পারলো'না -
ভারসাম্য সামলাতে।


আকাশ ছোঁয়ার স্বপ্ন'কে সত্যি করেই -
এবার সে পৌঁছালো -ঐ আকাশের'ই ঠিকানাতে।
এ কোন্ আকাঙ্ক্ষা দিয়েছো তাকে !
এ কোন্ আকাঙ্ক্ষা !