জানলার পাশে এক নিম গাছ ।
লাল ঝুঁটি এক কাঠঠোকরা ,
ভোর বেলা ঠক্ ঠক্ ,
বলে যেন ভোর হোলো ।
দোর খোলো তোমরা।


বাগানের লাল-নীল গোলাপেরা ,
বলে যেন-
তোমাদের খুশি'তো আমরা।
জানো না কি তোমরা  !


আর ঐ প্রজাপতি -
ডানায় ডানায় কতো রঙ বাহারি !
সাত রঙে রং মাখিয়ে -
ডানায় ডানায় রং ছড়িয়ে ,
বলে  -
বৃষ্টি শেষের রামধনু হয়ে -
আমি উড়ে যাই ঐ আকাশে ।


সব শেষে পুব দিগন্ত রাঙিয়ে -
ভোরের সূর্য এসে বললে ,
মিষ্টি হেসে  -
আমি আছি বলেই ,
রাতের অন্ধকার শেষে -
নতুন দিন আসে।
নতুন আশায় মন জাগে ।
তোমাদের সৃষ্টি বেঁচে আছে ।
তোমাদের সকল কাজের শক্তি -
আমাতেই নিহিত আছে।