Keats  এর কথায় -
তোমার জন্ম নাকি ,
গাছের কচি পাতার মতো ।
আপন ইচ্ছেতেই তুমি -
জন্ম নাও কবির কলমে।
এক স্বতঃস্ফূর্ত ঝর্ণা ধারায় -
বয়ে চলো- আবেগের বহমানতায়।


তাই তো কবির লেখনী -
পারে না তোমাকে বাঁধতে,
নিয়ম আর গণ্ডির বেড়াজালে।
তুমি এগিয়ে যাও - তোমার খেয়ালে।
তোমার সৃষ্টি- তুমিই কর ,
তোমার কাব্য - ছন্দে।


অনেক- প্রশ্ন রেখে যাও তুমি ,
পাঠকের মনে।
অনেক কথা থাকে, না বলা ।
তোমার নিপুণ ভাষ্যে।


কখনো,  আবার একটা শব্দেই -
দিয়েছ তুমি অনেক -
অজানা বার্তার সংকেত।
আর, পাঠককে করতে দিয়েছ তুমি -
স্বাধীন- ভাবনায় আলোকপাত।
আর, মুক্ত করেছ তুমি
কবিতা ও পাঠকের সংঘাত।