নদী আকাশ'কে ভালোবেসেছিল ।
তাই, কখনও সে উড়ে যায় আকাশে -
ধূসর- কালো, মেঘবালিকা সেজে ।
কখনও বা উড়ে যায় তুলোর মতো -
শ্বেত- শুভ্র ডানা মেলে।
দু'হাত বাড়িয়ে ধ'রতে চায় -
তার প্রাণের ভালোবাসাকে।


আকাশ ও কিন্তু ভালোবাসে তার নদীকে।
দিগন্ত রাঙিয়ে তাইতো আকাশে -
ভোরের সূর্য হাসে।
রাতের আকাশে তাই'তো খুশিতে -
চাঁদ, তাঁরা, ফুটে ওঠে।
দিগন্তে রং মাখিয়ে, তাই'তো আজও -
রামধনু পাখা মেলে।


কিন্তু ওদের ভালোবাসা -
রইল, চিরকালই ওদের অধরা।
আকাশের ডাকে পাগলিনী নদী-
উড়ে যায়, মেঘ হয়ে ঐ আকাশে।
কিন্তু পারে'না সে কোনোদিনই -
পৌঁছাতে, ঐ দূর- আকাশেতে।


বিরহিনী মেঘবালিকার  কান্না তখন -
বৃষ্টি হয়ে নেমে আসে এই পৃথিবীতে।
নদী আর কোনোদিনই ছুঁতে পারে'না -
তার আকাশ'কে, তার ভালোবাসা'কে।
আকাশের ছাঁয়া বুকে নিয়ে তাই -
অবিরাম বয়ে চলে - এই পৃথিবীতে।