আমার সকল বন্ধুরা-
কেমন আছো তোমরা !
লকডাউনের নিভৃত বাসে ,
উম্ফুনের সন্ত্রাসে ,
আর প্রতি দিনের বেড়ে যাওয়া-
কোভিড্  যোদ্ধার শহিদ হওয়া -
এই রকম এক দম বন্ধ হওয়া -
সময়ে , কেমন আছো তোমরা !
আমার দেশ- বিদেশের বন্ধুরা !


আমার মন-পাখি হায় !
এই বন্দি-দশা থেকে মুক্তি পেতে চায় ।
ঐ সুনীল- আকাশে, খোলা বাতাসে,
কোভিড্ ভীতিকে উপেক্ষা করে ,
উড়ে বেড়াতে চায়- ডানা মেলে ।
ঐ দূর শূন্য- গগনে।


আজ ব'সে  তাই -
মনে মনে ভাবি- ব'সে একাকী ,
কেমন আছো, তোমরা সবাই !


তোমাদের সকলের নানা শুভ কামনা ,
আমার এলোমেলো সব ভাবনা ,
পারি'না গুছিয়ে বলতে -
তা'ই ব'সে লিখি- না পাঠানো চিঠি ,
যদি পার , বুঝে নিও  পড়তে !