মাগো, মনে পড়ে-
মোদের ছোট্টো ঘরে -
তুমি ছিলে মা'গো দশভুজা।
কখনও ঘর সামলেছো ,
কখনও বাইরে ছুটেছো ,
কখনও শীলনোড়াতে থেঁতো করেছ-
কত - নাম না জানা লতাপাতা।


মোদের শৈশবে -কৈশোরে-
তুমিই ছিলে মা'গো ধন্বন্তরি ।
তোমার বানানো রকমারি ,
লতাপাতার মিশ্রণই -
ছিল মোদের সঞ্জীবনী।


দুঃখ - যন্ত্রণা যা' কিছু ,
রেখেছ তুমি নিজের কাছেই সবটুকু।
যেদিন সুযোগ এল মোদের ,
তোমার সব দুঃখ সুখের ভাগী হবার ,
সেদিন মা'গো তুমি মোদের -
সকল বাঁধন খুলে -
পালিয়ে গেলে দিগন্তের ঐ ওপারে ।
তোমার সকল খুশির দেশে।