এক ফোঁটা জল
         রাজুব ভৌমিক


  আমার পরাণ না পারে সহিতে
       তোমার পিরিতের জ্বালা
একটু না হয় তুমি অভিনয় করিতে
পরিতে গলায় আমার প্রণয়ের মালা।


      নগণ্য আমি সবি জানি
  ক্ষুদ্র বালুকা আমি তব চরণ মানি
   চেয়েছি ছুঁইতে তোমার বিশালতা
এক ফোঁটা জল কি না পারে মিশিতে
  না বুঝিবে কভু সাগরের গভীরতা।


  বঁধু তোহারে করিনু আপন লক্ষ্য
   রহিবে প্রাণ যতদিন আমার বুকে
  সঁপেছি যত বাসনা আমি তোমাতে
চাহিয়ো খুলিয়া তব প্রেমের জানালা।  


   আমার পরাণ না পারে সহিতে
       তোমার পিরিতের জ্বালা
একটু না হয় তুমি অভিনয় করিতে
পরিতে গলায় আমার প্রণয়ের মালা।


০২/২৮/ ২০২১
কপিরাইট © ২০২১ রাজুব ভৌমিক
ব্রঙ্কস, নিউইর্য়ক