প্রেমের গান-১ (স্বতন্ত্র সনেট)
         রাজুব ভৌমিক (রাজু)


    যে মুখ দেখলে শুধু এ হৃদয় হাসে,
পোড়া কপাল আমার, সে না ভালবাসে;
দূর থেকে দেখি তারে, নিয়ে বুকে ব্যাথা,
  বলি কারে গো বিধি, এই মনের কথা।


জলে ভরা চোখে যদি, আকাশে তাকাই,
  সাথী তোর মুখটি, আমি দেখতে পাই;
দূর থেকে দেখি তারে, নিয়ে বুকে ব্যাথা,
বলি কারে গো বিধি, এই মনের কথা।


কোন দোষ দেবো না, আমি বন্ধু তোমার,
বিধিবিমুখ গো, পোড়া কপাল আমার;
   দেখবো সাথী নয়নভরে, চাঁদ হয়ে
উপরে থেকে জোৎস্নারাতে, আমার প্রিয়ে।  


ঐ মুখ দেখি বলে, নিশ্বাস আসে যায়;
যেদিন না দেখিবো, দেবো সব বিদায়।


০২/১৬/২০১৯


ম্যানহাটন, নিউইর্য়ক