উপদেশ-৫ (স্বতন্ত্র সনেট)
      প্রফেসর ড. রাজু ভৌমিক


শত্রুর সৃষ্টি নাহি, কভু ভবে দাঙ্গায়,
সৎকর্মে যত জ্বালা, মানুষকে পোড়ায়;
ঈর্ষান্বিত হয়ে, ক্রোধ হীনমন্যতায়,
কাঁকড়ার মত সে, সোজা হয়ে দাড়ায়।


পিছে দাড়িয়ে গুণী, করে সমালোচনা,
সামনে দাড়িয়ে কভু, পথ দেখায় না;
  কেঁকড়াবৃত্তি সর্ব, মানুষের স্বভাব,
পিঁপড়ার মত জীবের, কত অভাব।


   ভরা পকেটে মশাই, বাণী চিরন্তণ,
খালি পেটে শিক্ষা, প্রথমে হোক ভোজন;
   ভরা পকেটে মশাই, বিপথে গমন,
খালি পেটে যায় চেনা, কেমন জীবন।


চিরস্থায়ী নয় কিছু, ভবের মাঝারে;
মাটির মানুষ মোরা, মাটির আহারে।


১২/০১/২০১৮


ম্যানহাটন, নিউইর্য়ক