টাকার পিছুপিছু (আয়না সনেট)
            রাজুব ভৌমিক


কত সুখ কত শান্তি, বিছানা টাকার,
শত শত চেষ্টা তাই, যৌবনে আমার;
রাজী আমি দিতে, সর্ববল শরীরের,
বাজি জীবনসুখ, জীবন প্রাচীরের।


এখন পেতে বল, অর্থের করি শ্রাদ্ধ,
যৌবন শেষ হল, আমি অপরিশুদ্ধ;
বার্ধক্যে টইটুম্বুর, অর্থ বিছানায়,
বলাধিক্যে অন্ত হল, প্রাণ মোর যায়।


টাকার পিছুপিছু, দৌড়াই সর্বক্ষণ,
সবার বিনিময়ে, দূরেক্ষণে জীবন;
দারিদ্রে বুদ্ধিনাশ, অর্থে মোর জীবন,
বিনিদ্রে দিন শেষ, উলঙ্গে যে মরণ।


স্বাস্থ্য অবজ্ঞায়, যৌবন চলে টাকায়;
প্রস্থ নাহি সুখের, বার্ধক্য হায় হায়।


০৫/১৭/২০১৯


ম্যানহাটন, নিউইর্য়ক