বাঙ্গালীর খুনের নেশা (আয়না সনেট)
               রাজুব ভৌমিক


  খুনের নেশায়, সর্বথা বাঙ্গালী মত্ত!
  বুকের সাহস নিয়ে, চলে অবিরত;
সর্প দেখিলে মার, শিখে ছোটবেলায়,
  দর্প রক্ষাতে মার, গুরুজন শিখায়।


    পূর্ণকর্মে পশু-হত্যা, জীবন শিখায়,
  ধর্মে আছে পাঠা-বলি, পুরোহিতে গায়;
    কোরবানী পশুহত্যায়, রক্তের নদী,
   প্রাণী সবাই এরা, মায়াতে থাকে বন্দী।


   অভ্যাসে তাই এরা, করে খুন হাসিতে,
   বিন্যাসে রক্ত খুঁজে, চলাচল করিতে;
    নানান অজুহাতে, করতে চায় খুন,
     মানান জ্ঞানহীন, খুনের মহাগুণ!


    ঘুমায় বাঙ্গালী কেবল শিশুরমত;
    পায় যদি রক্তের গন্ধ প্রতিনিয়ত।


০৭/২২/২০১৯
ম্যানহাটন, নিউইর্য়ক


আয়না সনেট: যে সনেটটি দুই দিক থেকেই পড়া যাবে। এই কবিতার অন্যতম বিশেষত্ব হচ্ছে যে এই কবিতার ভিতরে আরেকটি কবিতা আছে। এই কবিতাটি দুই দিক থেকেই চৌদ্দ অক্ষরের, চৌদ্দ লাইন বিশিষ্ট, ককখখ, গগঘঘ, ঙঙচচ, এবং ছছ অন্তমিল নিয়ে সাজানো।